এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ২৫ এপ্রিল, ২০১৪

ফায়ারফক্সের কিছু শর্টকাট

মজিলা ফায়ারফক্সের ব্যবহারকারীরা বেশ কিছু ব্রাউজার শর্টকাট ব্যবহার করে ইন্টারনেট ব্যবহারকে আরও স্বচ্ছন্দময় ও দ্রুত করে তুলতে পারেন৤ আপনাদের জন্য তেমন কিছু শর্টকাট নিচে দেওয়া হলো -

  • ·         সরাসরি ওয়েব লিখতে             Ctrl + L
  • ·         নতুন পৃষ্ঠা খুলতে                Ctrl + N
  • ·         নতুন ট্যাব খুলতে                Ctrl + T
  • ·         পরবর্তী ট্যাবে যেতে               Ctrl + Tab
  • ·         আগের ট্যাবে যেতে               Ctrl + Shift + Tab
  • ·         ট্যাব বন্ধ করার জন্য             Ctrl + W
  • ·         পেজ সেভ করতে                Ctrl + S
  • ·         পেজ রিলোড/রিফ্রেশ করতে          F5
  • ·         স্কিন জুড়ে ফায়ারফক্স দেখতে         F11
  • ·         হোম পেজে যেতে চাইলে            Alt + Home
  • ·         বুকমার্ক করতে চাইলে              Ctrl + D
  • ·         সরাসরি সার্চ বক্সে যেতে            Ctrl + K
  • ·         লেখাকে বড় করতে চাইলে           Ctrl + =
  • ·         লেখাকে ছোট করতে চাইলে          Ctrl + -
  • ·         পেজের নিচের দিকে আসতে চাইলে      Spacebar
  • ·         পেজের ওপরের দিকে আসতে চাইলে     Shift + Spacebar
  • ·         ওয়েব পেজে কোনো কিছু খুঁজতে চাইলে   Ctrl + F
  • ·         ব্রাউজিং হিস্টোরি দেখতে            Ctrl + H
  • ·         ডাউনলোড লিস্ট দেখতে             Ctrl + J
  • ·         কম্পিউটার থেকে কোনো ফাইল খুলতে    Ctrl + O
  • ·         ওয়েব পেজ প্রিন্ট নিতে              Ctrl + P
  • ·         পরের শব্দ খুঁজতে চাইলে             Alt + N
  • ·         স্বয়ংক্রিয়ভাবে ওয়েব ঠিকানার আগে-পরে www বসাতে -
  • ·         .com -এর ক্ষেত্রে                  Ctrl + Enter
  • ·         .net -এর ক্ষেত্রে                  Shift + Enter
  • ·         .org -এর ক্ষেত্রে                  Ctrl + Shift + Enter

বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪

মোবাইল ভিডিও নামানোর কিছু সাইট

অনেকে ইন্টারনেট থেকে মোবাইল ফোনে ভিডিও নামাতে পছন্দ করেন৤ নিচের সাইডগুলো থেকে মোবাইলের উপযোগী উচুমানের ভিডিও নামানো যাবে-

‘আনস্টপেবল কপিয়ার’ দিয়ে করাপ্টেড ডিস্ক থেকে কপি

অনেক সময় হার্ডডিস্ক ড্রাইভের কিছু তথ্য নষ্ট বা করাপ্টেড হলে সাধারণভাবে ফাইল /ফোল্ডার কপি হয়না৤ ফলে ফাইল /ফোল্ডার কপি করতে গেলেই করাপ্টেড ফাইল পেলেই কপি বন্ধ হয়ে যায়৤ এমন সমস্যার সমাধান হলো ‘আনস্টপেবল কপিয়ার’৤ সফটওয়্যারটি চালু করে Source ও Target ফোল্ডার নির্বাচন করে Copy-তে ক্লিক করলে ফাইল কপি শুরু হবে, আর করাপ্টেড ফাইলগুলো কপি হবে না৤ ফাইল সরিয়ে রাখতে (মুভ) চাইলে Settings থেকে Move Files নির্বাচন করতে হবে৤ মাত্র ৫০০ কিলোবাইটের মতো ফ্রীওয়্যার এই সফটওয়্যারটি www.roadkil.net থেকে Download করা যাবে৤

দুই ক্লিকেই কম্পিউটার চালু

সাধারণত আমরা কম্পিউটারের সুইচ টিপে কম্পিউটার চালু করি৤ কিন্তু অনেক সময় দেখা যায় পাওয়ার বাটনে কোন সমস্যা থাকলে কম্পিউটার চালু করতে অনেক কষ্ট হয়৤ আমরা ইচ্ছা করলে CPU-এর পাওয়ার বাটন না চেপে মাউসে ডাবল ক্লিক করেই কম্পিউটার চালু করতে পারি৤ এর জন্য প্রথমে কম্পিউটার চালু হওয়ার সময় কিবোর্ড থেকে Del  কি চেপে Bios-এ প্রবেশ করুন৤ তারপর Power Management Setup নির্বাচন করে  Enter চাপুন৤ এখন Power On My Mouse নির্বাচন করে Enter দিন৤ Double Click নির্বাচন করে সেভ (F10) করে বেরিয়ে আসুন৤ এখন মাউসে ডাবল ক্লিক করেই কম্পিউটার চালু করতে পারবেন৤ এই পদ্ধতিটি গিগাবাইট মাদারবোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য৤ অন্যান্য মাদারবোর্ডেও এই পদ্ধতি পাওয়া যেতে পারে৤

মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০১৪

কম্পিউটার দ্রুত গতির করার কিছু টিপস্

আপনার কম্পিউটার অনেক ধীরগতির হয়ে গেছে? নিচের টিপসগুলো অনুসরণ করে আপনার পুরনো ধীরগতির কম্পিউটার থেকেও অনেক ভালো কাজ পেতে পারেন৤
  • Ctrl+Alt+Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুন৤ তারপর Processes-এ  ক্লিক করুন৤ অনেকগুলো Program-এর তালিকা দেখতে পাবেন৤ এর মধ্যে বর্তমানে যে সকল Program কাজে লাগছেনা, সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে Close করে দিন৤ যদি ভুল করে কোন Program বন্ধ করে দেন এবং এতে যদি OS-এর কোন সমস্যা হয়, তাহলে কম্পিউটার Restart করুন৤
  • Computer-এ RAM কম থাকলে কম্পিউটার ধীরগতির হয়ে যায়৤ ভার্চুয়াল মেমোরী বাড়িয়ে কম্পিউটারের গতি কিছুটা বাড়ানো যায়৤ ভার্চুয়াল মেমোরী বাড়ানোর জন্য প্রথমে My Computer-এ মাউস রেখে ডান বাটন ক্লিক করে Properties-এ যান৤ এখন Advance-এ ক্লিক করে  Performance-এর Settings-এ ক্লিক করুন৤  আবার Advance-এ ক্লিক করুন৤ এখন Change-এ ক্লিক করে নতুন Windows এলে সেটির Initial size ও Maximum size -এ আপনার ইচ্ছে মতো Size লিখে Set-এ ক্লিক করে OK করে বেড়িয়ে আসুন৤ তবে Initial size-এ আপনার কম্পিউটারের র‌্যামের Size-এর দ্বিগুন এবং Maximum size -এ র‌্যামের Size-এর চারগুন দিলে ভালো হয়৤
  • Control Panel-এ যান৤ Add or Remove-এ দুই ক্লিক করুন৤ Add/Remove windows components-এ ক্লিক করুন৤ নতুন যে উইন্ডো আসবে সেটির বাম পাশ থেকে অদরকারি প্রোগ্রামগুলোর পাশের টিক চিহৃ তুলে দিন৤ তারপর Accessories and Utilities নির্বাচন করে Details-এ ক্লিক করুন৤ নতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে প্রোগ্রামগুলো আপনার কাজে লাগে না, সেগুলোর টিক চিহৃ তুলে দিয়ে OK করুন৤ এখন Next-এ ক্লিক করুন৤ Successful massage আসলে Finish-এ ক্লিক করুন৤

শনিবার, ১ ডিসেম্বর, ২০১২

ওয়ার্ড ২০০৭ কিভাবে মিনি ফরমেটিং টুলবার থেকে মুক্ত হবেন:


ওয়ার্ড ২০০৭ এ যোগ হয়েছে নতুন একটি টুলবার, যার মাধ্যমে কোন ডকুমেন্ট হাইলাইট অবস্থায় দেখা যাবে। এটি আবার মাউসের সাথে উপরে/নিচে ওঠানামাও করবে। অনেকেই একে ফালতু টুলবার মনে করেন। তবে আসল বিষয় হচ্ছে এটাই এখানে বেশ বিতর্ক রয়েছে। আদৌ এটি উপকারী নাকি বিরক্তিকর। যারা একে বিরক্তিকর মনে করেন তারা চান এটি থেকে মুক্তি। আর তার জন্য যা দরকার তা হচ্ছে-
- একটি ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করে উপরের অফিস বাটন ক্লিক করুন
- মেন্যুর ওয়ার্ড অপশন এ ক্লিক করুন
- ওয়ার্ড অপশন ডায়ালগ বক্স আসবে
- পপুলার সিলেক্ট করুন, যেটি বাম দিকে পাবেন (যদি ডিফল্ট দ্বারা এটি সিলেক্ট করা না থাকে)
- টপ অপশন ফর ওয়ার্কিং উইথ ওয়ার্ড এর অধীনে শো মিনি টুলবার অন সিলেকশন আনচেক করুন
- ওকে বাটন চাপুন

বুধবার, ৭ নভেম্বর, ২০১২

কিভাবে এক্সেল এ আউটলুক কন্টাক ফিরিয়ে আনবেন:

মাইক্রোসফট অফিস ২০০০, ২০০২, ২০০৮ এবং মাইক্রোসফ্ট এক্সচেঞ্জ সার্ভার এর সাথে মাইক্রোসফ্ট আউটলুট একত্রিত করা হয়েছে। আউটলুক মূলত একটি ই-মেইল ম্যানেজার যার মাধ্যমে ই-মেইল, ক্যালেন্ডারিং এবং কন্টাক ম্যানেজমেন্ট সম্ভব হবে। আউটলুক ই-মেইল ম্যাসেজকে পরিবর্তন, পরিবর্তন করতে সহায়তা করবে। আউটলুকে এক্সপোর্ট/ইমপোর্ট সংযোগ এর মাধ্যমে ফুল ব্যাকআপ সম্ভব হবে। এক্সেল ফাই আউটলুক কন্টাক ব্যাকআপ করতে।
- স্টার্ট বাটন চাপুন
- প্রোগ্রাম এ যান এবার যান মাইক্রোসফ্ট আউটলুক এ যার মধ্যে কন্টাক্ট এক্সপোর্ট সম্ভব হবে।
- ফাইল মেন্যুতে যান। এক্সপোর্ট/ইমপোর্ট অপশন ক্লিক করুন। এক্সপোর্ট এ ক্লিক করে নেক্সট চাপুন।
- নতুন ডায়ালগ বক্সে মাইক্রোসফ্ট এক্সেল চুজ করুন আর চাপুন নেক্সট।
- কন্টাক্ট ফোল্ডার সিলেক্ট করুন, যেটা আপনি ব্যাকআপ করতে চান, চাপুন নেক্সট।
- নাম আর লোকেশন চুজ করুন আর সেভ করে রাখুন ফাইলটি, চাপুন নেক্সট
- এবার ফিনিশ চাপুন আর এতেই ব্যাকআপ প্রসেজিউর শুরু হবে। আর এতে আপনি রাখতে পারবেন যত খুশি তত কন্টাক্ট।
ছোট্ট এই পরিসরে আমরা বেশ কিছু টিপস্ এন্ড ট্রিকস্ নিয়ে আলোচনা করলাম। আশা করছি ভালো লেগেছে। আপনি ও আপনার প্রযুক্তির শুভ কামনায়

  CITY-MAX COMPUTER & MULTIMEDIA